তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কী কী ক্ষতি হয়?

আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কী কী ক্ষতি হয় এর ৪ টি উত্তর নিচে দেয়া হলঃ-

উত্তর(১):- ১) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে।
২) প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাবে।
৩) আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে।

উত্তর(২):- ১ তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়
২ হিমালয়ের বরফগলে যায়
৩ খরা দেখা দেয়
৪ বৃষ্টির পরিমান কমে যায়

উত্তর(৩):- তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের উপরিভাগ গরম হয়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় হবে। সমুদ্রের পানি বাষ্প হয়ে অতিরিক্ত মেঘ ও বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে পানির পরিমাণ ক্রমাগত হ্রাস পাবে যা পরিবেশের জন্য অত্যন্ত ভয়াবহ

উত্তর(৪):- তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের যেসব ক্ষতি হয়ঃ
১বৃষ্টিপাত কম হয়।
২।মরুকরন শুরু হয়।
৩।বিভিন্ন প্রানি ও উদ্ভিদ মারা যায়।
৪।সমুদ্রের বরফ গলে বন্যা হতে পারে।

সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন: পরিবেশ আমাদের উপর কি প্রভাব ফেলে এবং আমরা পরিবেশের উপর কতটুকু নির্ভরশীল?

প্রশ্ন: মানুষ অতিমাত্রায় সামাজিক হলে লাভ ক্ষতি কি হয়?

প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশের দশটি উপাদানের নাম

প্রশ্ন: পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি